প্রকাশিত: Fri, Jan 19, 2024 9:59 AM
আপডেট: Sat, Dec 6, 2025 7:52 PM

[১]জি এম কাদের কে সংসদীয় বিরোধী দলীয় নেতা নির্বাচিত করলো জাপা, আনিসুল ইসলাম মাহমুদ উপনেতা, মুজিবুল হক চুন্নু চীফ হুইপ

মনিরুল ইসলাম:  [২] জাতীয় পার্টির  সংসদীয় দলের সভায় জাপা চেয়ারম্যান  জি এম কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলীয় উপনেতা এবং জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বিরোধী দলীয় চীফ হুইপ নির্বাচিত করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় । 

[৪] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়লাভ করে। নতুন সংসদে বিরোধী দলের আসনে কে বসবেন তা নিয়ে সৃষ্ট ধোঁয়াশার মধ্যে বৃহস্পতিবার  জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে গুরুত্বপূর্ণ তিনটি পদে নেতা, উপনেতা ও চীফ হুইপ নির্বাচন করা হয়েছে। এখন বিষয়টি স্পিকারের উপর নির্ভর করছে।

[৬] সভা শেষে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালী বিধি অনুযায়ী অন্য কারো সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই। আমরা সংসদে বিরোধীদলীয় ভূমিকা পালন করব। জনগণের কথা সংসদে তুলে ধরবো। সম্পাদনা : কামরুজ্জামান